ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৬:৩৫, ৭ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ৮ মে ২০১৯

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ডাবলিনে ক্যাসেল অ্যাভিনিউতে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

নিজেরদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক আইরিশদের হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। অপরদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ দলের কাছে হেরে সফর শুরু করেছে বাংলাদেশ।

এদিকে, আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলা জন ক্যাম্পবেল পিঠের ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। তার  জায়গায় জায়গা হয়েছে শেন ডওরিচের ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ কোন উইকেট না হারিয়ে ১০ ওভারে    ৪৮ রান তুলেছে।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডওরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি