ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আফ্রিদির অভিযোগ সত্য: শোয়েব

প্রকাশিত : ১২:০৮, ১০ মে ২০১৯

পাকিস্তানের সাবেক অলরাউন্ডর শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর থেকেই বিতর্ক। এবার সেই বিতর্কে শোয়েব আখতারের মতো ব্যক্তিত্বের নাম জড়ানোয় যা ভিন্ন মাত্রা পেল।

সাবেক পাক গ্রেটদের নিয়ে কড়া মন্তব্য করে সমালোচিত হচ্ছেন আফ্রিদি। নানা বিতর্কের রোশানলে কাবু পাকিস্তানের সাবেক অধিনায়ক এতদিন কাউকেই পাশে পাননি। অবশেষে শোয়েব আখতারকে পাশে পেলেন বুমবুমখ্যাত ক্রিকেটার।

গেল সপ্তাহে ভারত ও পাকিস্তানে প্রকাশিত হয়েছে ‘গেম চেঞ্জার’। বইটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ওজাহাত সাঈদ খান। এতে আফ্রিদির জানা-অজানা নানা বিষয় তুলে ধরেছেন তিনি।

আফ্রিদি নিজের বয়স থেকে সাবেক সতীর্থদের বিষয়ে ইতিবাচক এবং নেতিবাচক অনেক কথাই বলেছেন বইতে। তবে বোধ হয় সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ২০১০ সালে লর্ডস টেস্টের স্পটফিক্সিং কাণ্ড সম্পর্কে আগেই তার টের পাওয়ার খবর।

এছাড়া ২০০৭ সালে কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডে লড়াইয়ে গৌতম গম্ভীরের সঙ্গে সংষর্ষ বাধে আফ্রিদির। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে দুজনই শাস্তি পান। পরেও সেই রেশ থেকে যায়। এখন পর্যন্ত তা অব্যাহত আছে। তাও ধরা পড়েছে গেম চেঞ্জারে।

আফ্রিদিকে ছেড়ে কথা বলছে না পাকিস্তানের ক্রিকেটমহল। সম্প্রতি ইমরান ফারহাত তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, আফ্রিদির থেকে স্বার্থপর ক্রিকেটার তিনি কমই দেখেছেন। তার আরও অভিযোগ ছিল, নিজেকে সুরক্ষিত রাখতে আফ্রিদি বহু ক্রিকেটারের জীবন নষ্ট করেছেন। টুইটে ক্ষোভ উগড়ে লিখেছিলেন, ‘যে ২০ বছর ধরে নিজের বয়স নিয়ে ভুল তথ্য দিয়েছিল, সে এখন কিছু প্রাক্তন ক্রিকেটারের নাম করে কুৎসা করছে।’ তবে এই বিতর্কে শোয়েব আখতার মুখ খোলায় বিতর্ক ভিন্ন মাত্রা পেল।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন, আফ্রিদির সঙ্গে যা ঘটেছে সে তার আত্মজীবনীতে সেটাই লিখেছে। খেলার সময় দেখেছি ওর সঙ্গে সিনিয়রেরা খুব খারাপ ব্যবহার করতো। আমি নিজের চোখে এমন ঘটনা দেখেছি। সুতরাং আমি তার সঙ্গে সহমত পোষণ করছি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দাবি করেন, শুধু আফ্রিদিকে নয়, সিনিয়রেরা তাকেও শারীরিকভাবে হেনস্থা করতেন। তিনি বলেন, একবার অস্ট্রেলিয়া সফরে ৪ খেলোয়াড় আমার দিকে ব্যাট ছুড়ে মেরেছিল।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি