ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

আইপিএলে ৮ম বারের মতো ফাইনালে চেন্নাই

প্রকাশিত : ১০:৩২, ১১ মে ২০১৯ | আপডেট: ১০:৩৭, ১১ মে ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালের টিকিট পেল ধোনির চেন্নাই সুপার কিংস৷ এই নিয়ে ১০ মৌসুমে (আইপিএলের ১২ মৌসুমের মধ্যে দু’বছরের নির্বাসনে ছিল চেন্নাই) ৮ বার ফাইনাল খেলার ছাড়পত্র পেল সিএসকে৷

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়ে আগেই ফাইনাল পাকা করে ফেলেছিল রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স৷ তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের পর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের৷ দ্বাদশ আইপিএল নিয়ে মুম্বাই পঞ্চমবারের জন্য ফাইনালের টিকিট পেয়েছে৷

যাইহোক, আইপিএলের দ্বাদশ আসরে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। বিশাখাপত্তমে ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ধোনিরা।

প্রথমে ফিল্ডিং নিয়ে লিগের অন্যতম সফল দল দিল্লি ক্যাপিটালসকে ১৪৭ রানে বেঁধে রাখে চেন্নাই৷ রান তাড়া করতে নেমে এরপর ওয়াটসন-ডুপ্লেসি শোয়ের সামনে ফিকে হয়ে যায় দিল্লি৷ রানের ছন্দে ফিরলেন ধোনির ফেভারিট ওপেনার শেন ওয়াটসন৷

তবে দ্বিতীয় প্লে-অফের আগে পর্যন্ত মাত্র এক ম্যাচে ব্যাট হাতে বোলারদের শাসন করতে পেরেছিলেন ওয়াটসন৷ দ্বাদশ আইপিএল তার অফ ফর্ম নিয়ে সমালোচকরা মুখ খোলার আগেই ‘সেমিফাইনাল’ ম্যাচে ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়ে দিলেন শেন৷ দিল্লির বোলারদের শাসন করে এদিন ৩২ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান এই ওপেনার৷

ওয়াটসনের ইনিংস সাজানো ৩টি চার ও ৪টি ছয় দিয়ে৷ অন্য ওপেনার ফাফ ডুপ্লেসিকেও পাওয়া গেল বিধ্বংসী মেজাজে৷ ৩৯ বলে অর্ধশতরান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া ক্রিকেটার৷ ইনিংসের ৭টা চার ও ১টি ছয় রয়েছে৷

দুই ওপেনারের গড়ে দেওয়া ব্যাটিং ভিতের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই৷ মারকাটারি ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডুপ্লেসি৷

এ দিকে, প্রথমবারের জন্য আইপিএল ফাইনাল খেলার সুযোগ থাকলেও স্বপ্ন সত্যি করতে ব্যর্থ দিল্লি৷ ব্যাটিং থেকে বোলিং, কোন বিভাগেই এদিন অভিজ্ঞ চেন্নাইয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস৷ প্রত্যাশা জাগিয়েও উনিশের আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে অভিযান শেষ করল ভারতের রাজধানীর ফ্র্যাঞ্চাইজি৷

আগামীকাল রোববার হায়দরাবাদে মুম্বাইয়ের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস৷ দুই দলই এখনও পর্যন্ত তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে৷ চতুর্থবার খেতাব জিতে দ্বৈরথে কে এগিয়ে যায়, সেটাই এখন দেখার৷

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি