ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জয়ে ফিরল বার্সা

প্রকাশিত : ১০:৫২, ১৩ মে ২০১৯

লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের ক্ষত এখনও ভুলতে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এ হতাশা লা লিগায় কাঁবু করতে পারেনি কাতালানদের। গেটাফেকে হারিয়ে জয়ের পথে ফিরেছে আগেই প্রতিযোগিতাটির শিরোপা নিশ্চিত করা এরনেস্তো ভালভেরদের দল।

রোববার ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটি ২-০ গোলে হারালো শেষ চারের দৌড়ে থাকা গেটাফেকে। জানুয়ারিতে লিগের প্রথম পর্বে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে গেতাফেকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বার্সা।

লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর গত সপ্তাহে সেল্তা ভিগোর মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে ফিরতি লেগে লিভারপুলের মাঠে ৪-০ গোলে হেরে ছিটকে যায় মেসি-সুয়ারেসরা। টানা দুই হারের পর ঘরের মাঠে জয়ের দেখা পেল কাতালান ক্লাবটি।

নিজেদের মাঠে খেলতে নেমে শুরুতে আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারছিল না টানা দুবারের চ্যাম্পিয়নরা। উল্টো দ্বাদশ মিনিটেই গোল খেতে বসেছিল তারা। তবে স্প্যানিশ ফরোয়ার্ড হোর্হে মোলিনা বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ইয়াসপের সিলেসেনকে একা পেয়েও ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারলে বেঁচে যায় বার্সা।

ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। লিওনেল মেসির ফ্রি কিক থেকে হেড দেন জেরার্ড পিকে, সেই বল ফিরিয়ে দেন গেটাফে গোলরক্ষক। ফিরতি বল ডান পায়ের শটে জালে জড়ান আর্তুরো ভিদাল। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে স্বাগতিকরা। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির একটি শট ফিরিয়ে দেন গেটাফের গোলরক্ষক। ম্যাচের ৬৫তম মিনিটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে মেসির আরো একটি বুদ্ধিদীপ্ত শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গেটাফের ডিফেন্ডার।

তবে ম্যাচের ৮৯তম মিনিটে গেটাফের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। লিওনেল মেসি দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলমুখে শট নিলে দেনে দাকোনামের গায়ে লেগে বল জালে জড়ায়।

এ জয়ে ৩৭ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৬। আতলেটিকো মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি