ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

নিয়মরক্ষার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৫:৪৪, ১৫ মে ২০১৯ | আপডেট: ১৬:৫২, ১৫ মে ২০১৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকেট আগেই চুড়ান্ত হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের কোর্য়াটার পর্বের এ শেষে ম্যাচের জয়-পরাজয় প্রভাব ফেলবে টুর্নামেন্টে।

তাইতো স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে ডেড রাবার তথা নিয়মরক্ষার ম্যাচে।

এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টানা তৃতীয় ম্যাচে আগে ফিল্ডিং করতে নামবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন টাইগার বাহিনী।

টুর্নামেন্টে দুই দলের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছে বৃষ্টিতে। পরিত্যক্ত হওয়া সে ম্যাচ থেকে পাওয়া দুই পয়েন্টই আপাতত স্বাগতিকদের সম্বল। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে আইরিশরা।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে না পারলেও ক্যারিবীয়দেরকে দুই ম্যাচেই হারিয়েছে টাইগাররা। তিন ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

আই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি