ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

বৃষ্টিতে খেলা বন্ধ

উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৯ ওভারে ১২৪

প্রকাশিত : ১৭:২৩, ১৭ মে ২০১৯ | আপডেট: ১৭:৪৪, ১৭ মে ২০১৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর সংগ্রহ ১৯ ওভারে ১২৪ রান। তবে  এ মুহুর্তে বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে।

দুই ওপেনার শাই হোপ ও সুনিল অ্যামব্রিস এগিয়ে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা। ক্যারিবিয়ান দুই ব্যাটসম্যান ভালোভাবেই মানিয়ে নিয়েছেন নিজেদের। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছেন তারা। বাংলাদেশি বোলারদের সুযোগও দিচ্ছেন না খুব একটা। যাতে কোনও বিপদ ছাড়াই  ১৯ ওভারে ১২৪ রান করেছেন কোন উইকেট না হারিয়ে।

মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমানের বলেও বাঁধতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের  ব্যাটসম্যানদের।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন না ফাইনালে। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আইরিশদের বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। ফাইনালে তাদের সবাই ফিরেছেন একাদশে। জায়গা হারিয়েছেন সেই ম্যাচে সুযোগ পাওয়া লিটন দাস ও রুবেল হোসেন। মূল খেলোয়াড়রা ফেরায় আগের ম্যাচে ৫ উইকেট পেলেও বাদ পড়েছেন আবু জায়েদ চৌধুরী। সাকিব না খেলায় টিকে গেছেন আগের ম্যাচে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন।     

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

সুনিল অ্যামব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি