ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

২৪ ওভারে গড়ালো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল ম্যাচ

প্রকাশিত : ২২:৩০, ১৭ মে ২০১৯

ডাবলিনে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালটি পরিণত হয়েছে ২৪ ওভারের ম্যাচে। খেলা পুনরায় শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে। কোনো কারণে খেলা পণ্ড হয়, তবে কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের। চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল বিনা উইকেটে ১৩১ রান। শাই হোপ ৫৬ বলে ৬৮ আর সুনিল এমব্রিস ৬৫ বলে ৫৯ রানে ব্যাট করছিলেন।

ওভার কমে আসায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে আর পাবে ৩.৫ ওভার বা ২৩ বল। তারপর যে লক্ষ্য দাঁড় করাবে, বাংলাদেশকে ২৪ ওভারের মধ্যে সেটা তাড়া করতে হবে।

এর আগে গ্রুপপর্বের পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে টাইগাররা। যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা।

 

এনএম/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি