ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাকিস্তানের বিশ্বকাপ দলে বড়সড় বদল

প্রকাশিত : ১৫:১৫, ২০ মে ২০১৯

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১০ দিন বাকি৷ তার আগে পাকিস্তানের বিশ্বকাপ দলে বড়সড় বদল আনল সরফরাজরা৷ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ০-৪ হেরেছে পাকিস্তান৷ আর তাই এই হারকে ওয়েক আপ কল মনে করেই বিশ্বকাপ দলে বড়সড় পরিবর্তন আনল পাকিস্তান ম্যানেজমেন্ট৷

এর আগে গত মাসে পাকিস্তান বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে, যে দলে ছিলেন না মোহাম্মদ আমির। ইংল্যান্ডের মাটিতে বাঁহাতি এই পেসারের যে রেকর্ড, তাতে তার বাদ পড়া নিয়ে তৈরি হয়েছিল বিস্ময়। তবে আইসিসি ২৩ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রেখেছে। সে সুযোগ কাজে লাগিয়েই বড় পরিবর্তন এনেছে তারা।

দলে ফিরলেন মোহাম্মদ আমির৷ সেই সঙ্গে পেসবিভাগে ফেরানো হল ওয়াহাব রিয়াদকে৷ শেষবার ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমির৷ ফাইনালে ভারতের ত্রিমূর্তি রোহিত-ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন আমির৷ তার দুরন্ত বোলিংয়ে ভর করেই প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাক ক্রিকেট দল৷

শুধু তাই নয়, ভাগ্য খুলেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা হার্ডহিটিং ব্যাটসম্যান আসিফ আলিরও। বিশ্বকাপের কথা চিন্তা করেই অসুস্থ মেয়েকে দেশে রেখে ইংল্যান্ডে খেলতে গেছেন তিনি। রোববার সিরিজের পঞ্চম ওয়ানডে চলার সময়ই মেয়ের মৃত্যুর খবর পান। যে খেলার জন্য এত ত্যাগ স্বীকার, বিশ্বকাপের পরিবর্তিত দলে জায়গা পেয়ে কষ্টের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারবেন এই ব্যাটসম্যান।

আর এই তিন ক্রিকেটারের পরিবর্তে ফহিম আসরাফ, জুনেদ খান ও আবিদ আলি পাক বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন৷ অন্যদিকে, অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ থেকে স্পিনার সাদাব খান ছিটকে গেলেও বিশ্বকাপের দলে থাকলেন সাদাব৷

পাকিস্তানের পনেরো সদস্যের চূড়ান্ত দল

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ হাসনাইন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি