ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আসছে ৩ পরিবর্তন

প্রকাশিত : ১০:৩২, ২১ মে ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে অংশগ্রহণকারী সব দলই তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড সাজাচ্ছেন। ইতোমধ্যে প্রায় সব দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে।

তবে দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে আগামী ২৩ মে পর্যন্ত। এ সুযোগ কাজে লাগিয়ে  স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) তাদের দলে পরিবর্তন আনার পরিকল্পণা করছেন।

ইংল্যান্ড দলের ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলস ড্রাগ টেস্টে পাস করতে পারেনি বিধায় একটি পরিবর্তন ছিলো অনুমেয়। এর সঙ্গে আরও ৩ পরিবর্তন নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ইসিবি।

লেগস্পিনিং ব্যাটিং অলরাউন্ডার জো ডেনলির পরিবর্তে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন, বাঁহাতি পেসার ডেভিড উইলির বদলে ডানহাতি গতিতারকা জোফ্রা আর্চার এবং ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলসের বদলে আসতে যাচ্ছেন আরেক ওপেনার জেমস ভিনস।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করবে ইংলিশ ক্রিকেট বোর্ড। তার আগে দলের কোচ ট্রেভর বেয়লিস সংবাদ মাধ্যম ইঙ্গিত দিয়েছেন এ তিন পরিবর্তনের ব্যাপারে।

আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে ইংলিশরা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের পূর্ব ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের সম্ভাব্য পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, লিয়াম ডসন, জেমস ভিনস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জোফ্রা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি