ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাকিস্তান দল থেকে বাদ পড়ে অভিনব প্রতিবাদ জুনায়েদের!

প্রকাশিত : ১১:১০, ২১ মে ২০১৯

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ০-৪ হেরেছে পাকিস্তান৷ আর তাই এই হারকে ওয়েক আপ কল মনে করেই বিশ্বকাপ দলে বড়সড় পরিবর্তন আনল পাকিস্তান ম্যানেজমেন্ট৷ আইসিসি ২৩ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রেখেছে। সে সুযোগ কাজে লাগিয়েই বড় পরিবর্তন এনেছে তারা।

বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন পাক পেসার জুনায়েদ খান। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষে পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপ দলে বেশ রদবদল করেন পিসিবির নির্বাচকরা।

গত মাসে পাকিস্তান বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে, যে দলে ছিলেন না মোহাম্মদ আমির। কিন্তু পরিবর্তিত দলে ফিরেছেন বাঁহাতি এই পেসার। সেই সঙ্গে পেসবিভাগে ফেরানো হল ওয়াহাব রিয়াদকে৷ শুধু তাই নয়, ভাগ্য খুলেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা হার্ডহিটিং ব্যাটসম্যান আসিফ আলিরও। এর মাঝে আমির গত ১০ ওয়ানডেতে মাত্র ২ উইকেট পেয়েছেন। আর ওয়াহাব তো গত দুই বছরে ওয়ানডেই খেলেননি। মিকি আর্থার নিজেই ওয়াহাবের সমালোচনায় বলেছেন।

আসলে বিশ্বকাপ খেলার স্বপ্ন সবাই দেখেন। টানা দুই বিশ্বকাপ না খেলা মোহাম্মদ আমির টানা তৃতীয় বিশ্বকাপে দর্শক বনতে বসেছিলেন। কিন্তু গতকাল সোমবার হুট করে আবার বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন, পূরণ হয়েছে তার স্বপ্ন। কিন্তু আমিরের স্বপ্ন পূরণ করতে গিয়ে জুনায়েদের স্বপ্ন শেষ করে দিয়েছে পাকিস্তানের নির্বাচক কমিটি। আর তাই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে অভিনব প্রতিবাদ করলেন জুনায়েদ খান।

টুইটারে প্রতিবাদে সামিল হয়েছেন ২৯ বছর বসয়ী পেসার। মুখে টেপ লাগিয়ে নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন জুনায়েদ। টুইটারে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সঙ্গে তিনি লিখছেন, আমি কিছু বলতে চাই না। সত্যিটা খুব তেতো!

টুইটারে জুনায়েদের এমন পোস্টে পাকিস্তানের সমর্থকেরা সহমর্মিতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছিলেন বাঁ হাতি এই পেসার। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে জুনায়েদ বাদ পড়ায় বেজায় চটেছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।

আর ওয়াহাব রিয়াজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। অনেকেই বিশ্বকাপের দলে ওয়াহাব ও আমিরের অন্তর্ভুক্তিকে নির্বাচকদের দুর্নীতি ও স্বজনপ্রীতি হিসেবেই দেখছেন।

আমিরকে বিশ্বকাপের আগে শেষ সুযোগ দেওয়া হয়েছিল ইংল্যান্ড সিরিজে। কিন্তু বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে বল করার সুযোগ পাননি আমির। এরপর থেকে জলবসন্তে আক্রান্ত। তবু পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, বিশ্বকাপ দলে আমিরকে সুযোগ দেওয়া হবে। সেটাই সত্য প্রমাণিত হয়েছে।

আসলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কোনও পেসারই ভালো করেননি। ১০ ওভারের কোটা পূরণ করে ৮০–এর নিচে রান দিতে দেখা যাচ্ছে না কাউকেই। নিজের শেষ ওয়ানডেতেই ৮৫ রান দিয়েছেন জুনায়েদ খান। ভাবা হচ্ছে দুই ওয়ানডেতেই ওভারপ্রতি ৭–এর বেশি রান দিয়ে নির্বাচকদের আস্থা হারিয়েছেন জুনায়েদ।

পাকিস্তানের পনেরো সদস্যের চূড়ান্ত দল

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ হাসনাইন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি