ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ধাওয়ানকে ফেরালেন মোস্তাফিজ

প্রকাশিত : ১৬:৪১, ২৮ মে ২০১৯ | আপডেট: ২১:০০, ২৮ মে ২০১৯

ভারতের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রথম আঘাত হেনেছে মোস্তাফিজ। দলীয় ৫ রানের মাথায় এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শেখর ধাওয়ানকে ১ রানে ফিরিয়েছেন কাটার মাস্টার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন রোহিত শার্মা ২৩ বলে ৬ ও বিরাট কোহলি ১১ বলে ১০ রান করে।

এর আগে টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই বল মাঠে গড়াতেই হানা দেয় বৃষ্টি। কার্ডিফের আবহাওয়া কখন কি রুপ নেয় তা বুঝে ওঠাই মুশকিল।

এর আগে বিশ্বকাপের মূল পর্ব শুরু আগে পাকিস্তানের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টিতে মাঠেই নামতে পারেনি মাশরাফিরা। আর নিউজিল্যান্ডের সঙ্গে ব্যাপক ব্যবধানে হেরেছে কোহলির ভারত। তাই বিশ্বকাপের আগে উভয় দলের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।

টস জিতে মাশরাফি বলেন, বৃষ্টিতে দুই দিন উইকেট ঢাকা থাকায় শুরুতে বাড়তি সুবিধা পাবেন বোলাররা। তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন। শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের ঘাটতির জায়গাগুলো দেখে নিতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ মাশরাফি বিন মুর্তজার দলের। কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হয়।

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে চায় বাংলাদেশ। তবে অধিনায়কের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, নিজেদের ঘাটতির জায়গাগুলো জানা। কোথায় কাজ করা উচিত, কি ঠিক করা দরকার তা জেনে খেলতে চান বিশ্বকাপে।

আই//  এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি