বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ
প্রকাশিত : ০৯:৩০, ২৯ মে ২০১৯ | আপডেট: ২২:৫০, ২৯ মে ২০১৯
অপেক্ষার পালা হলো শেষ। আজ বুধবার হবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। বাকিংহাম প্যালেসকে পেছনে রেখে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে প্রায় এক ঘণ্টার এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে নানান আয়োজনে বরণ করা হবে ১২তম আসরকে। চিরায়ত রীতি ভেঙে এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা মাঠে নয় হচ্ছে ‘দ্য মলে’। জায়গাটি ব্রিটিশদের বেশ গর্বের। এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উৎসব করেছিলো তারা। এছাড়া রাণী এলিজাবেথের সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান হয়েছে এখানেই।
এক ঘণ্টার এই অনুষ্ঠানে থাকবে নানা রকম খেলাধুলা, গান-বাজনা ও আতশবাঁশি। লটারির মাধ্যমে বেছে নেওয়া ভাগ্যবান চার হাজার দর্শক সরাসরি দেখতে পারবেন এই অনুষ্ঠান। এছাড়া সরাসরি সম্প্রচার তো থাকছেই।
একে//