পাকিস্তানের কোচ হচ্ছেন ইনজামাম!
প্রকাশিত : ১৫:০৩, ২৯ মে ২০১৯ | আপডেট: ২২:৩১, ২৯ মে ২০১৯
বিশ্বকাপের টিম নির্বাচন নিয়ে এমনিতেই তোপের মুখে আছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ইনজামাম। এর মধ্যে সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি পক্ষ বিশ্বকাপের পর ইনজামামকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা করছে। পিসিবির একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
আসলে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক এবং কোচ মিকি আর্থারের সঙ্গে পিসিবির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মধ্য জুলাইয়ে। আর ইতিমধ্যে তাদের সঙ্গে চুক্তি নবায়ন না করার কথা জানিয়েছে বোর্ড।
ইনজামাম-আর্থারের সঙ্গে ২০১৬ সালের এপ্রিলে ৩ বছর মেয়াদে চুক্তি করে পিসিবি। আসন্ন বিশ্বকাপের পরই তাদের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। আর এর পর স্ব স্ব পদ থেকে সরে যেতে হবে দুজনকে।
পিটিআই জানিয়েছে, নতুন মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন দলটির সাবেক অধিনায়ক আমির সোহেল। বিশ্বকাপের পরই দায়িত্ব বুঝে নেবেন তিনি। একই সময়ে প্রধান কোচও নিয়োগ দেবে পিসিবি।
সূত্র: গালফ নিউজ