আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি পাকিস্তান
প্রকাশিত : ১০:১৫, ৩১ মে ২০১৯ | আপডেট: ১০:২৭, ৩১ মে ২০১৯
বিশ্বকাপের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুক্রবার মাঠে নামবে পাকিস্তান। নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায়।
আজকের ম্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ইংল্যান্ডের স্পোর্টিং উইকেটে পাকিস্তান ভাল করবে বলে আশা রাখি।
এদিকে, ক্রিস গেইল রাসেলরা দলে যোগ দেওয়ায় বদলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে পাকিস্তানকে। কারণ প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ। যারা কী না প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রান তুলে হৈচৈ ফেলে দিয়েছে।
তবে পাক অধিনায়ক সরফরাজের গলায় জয়ের সূর। নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা পাকিস্তানের রয়েছে বলে জানান তিনি।
তাছাড়া ইংল্যান্ডের কন্ডিশন ও পিচ সব সময়ই পাকিস্তানের জন্য ফেভারিট। ইতিহাসও তাদের পক্ষেই কথা বলছে।
এদিকে ৪২১ রান করা ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান সাই হোপ মনে করেন বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সে ক্ষমতা রয়েছে। আর বিশ্বকাপে ৫০০ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজই পূরণ করবে। ওয়েস্ট ইন্ডিজের সুবিধা হলো দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি। দলে ১০ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে।
প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে বদ্ধপরিকর দুদলই। কোন দল জয় পাবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।