২ জুন : টিভির পর্দায় আজ যেসব খেলা দেখা যাবে
প্রকাশিত : ১০:৫৪, ২ জুন ২০১৯ | আপডেট: ১০:৫৫, ২ জুন ২০১৯
বিশ্বকাপের ১২তম আসরের পর্দা উঠেছে ৩০ মে। এ আসরে প্রথম ম্যাচে আজ (২জুন) বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবারের আসরে বাংলাদেশ দল জয়ের ব্যপারে খুবই আত্মবিশ্বাসী। নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে খেলতে চায় তারা।
টাইগার বাহিনীর জয়ের ব্যপারে দেশের মানুষও খুব আশাবাদী। তবে এ খেলাটি ছাড়াও আজ বেশ কিছু খেলা দেখা যাবে টিভির পর্দায়।
একনজরে জেনে নিই টিভি পর্দায় রয়েছে আজ যেসব খেলা-
ক্রিকেট :
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা
পঞ্চম ম্যাচ, কেনিংটন ওভাল
সরাসরি, মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১, বিকেল ৩টা ৩০
ফুটবল :
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
ইতালি ও পোল্যান্ড
কলম্বিয়া ও নিউজিল্যান্ড
সরাসরি, সনি টেন-২, রাত ৯টা ৩০ ও ১২টা ৩০
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
ফ্রান্স ও বলিভিয়া
সরাসরি, সনি ইএসপিএন, রাত ১টা
তুরস্ক ও উজবেকিস্তান
সরাসরি, সনি টেন-১, রাত ১২টা
টেনিস :
ফরাসি ওপেন
সরাসরি, স্টার স্পোর্টস-৩, বেলা ৩টা
এসএ/