ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কতটা প্রস্তুত?

প্রকাশিত : ১৩:৫৬, ২ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫৮, ২ জুন ২০১৯

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ রোববার। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। এখন প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কতটা প্রস্তুত?

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল আউট ক্রিকেট খেলার কথাও জানান তিনি।

এদিকে গত শুক্রবার নেটে ব্যাটিংয়ের সময় বাঁহাতের কব্জিতে আঘাত পান তামিম ইকবাল। ফিজিওর সঙ্গে তাৎক্ষণিক মাঠ ছাড়েন তিনি। পরে এক্স-রে রিপোর্ট আশা জাগিয়েছে টিম ম্যানেজম্যান্টকে। হাতে কোন চিড় না ধরায়, প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা নেই তার।

এদিকে ইনজুরি কাটিয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। মাশরাফি ও সাইফকে নিয়ে কোন শঙ্কা নেই। প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন সাইফউদ্দিন।

অপরদিকে সাব্বির রহমানের বদলে আজ খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু করার স্বপ্ন দেখছে টাইগাররা।

এবারের আসরে হারের তিক্ত স্বাদ নিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচের ভুল শুধরে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মারিয়া দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যে উইকেটে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা খেলেছে, সেই উইকেটে খেলবে বাংলাদেশ। উইকেটটি মন্থর হওয়ায় আশা বাড়াচ্ছে টাইগারদের।  

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি