টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৫:২৯, ২ জুন ২০১৯ | আপডেট: ১৬:৪০, ২ জুন ২০১৯
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায় ফ্যাফ ডু প্লেসিস। ফলে আগে ব্যাটিং করছে টাইগাররা।
তামিম ইকবাল একাদশে রয়েছেন। চোট থাকলেও তাকে রেখেছে ম্যানেজমেন্ট। সাইফউদ্দিনকে নিয়েও দুশ্চিন্তা ছিলো। কিন্তু একাদশে রয়েছেন দুজন। স্থান হয়েছে মোসাদ্দেক হোসেনেরও, তবে জায়গা হয়নি সাব্বির রহমানের।
ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে শুরু করা দক্ষিণ আফ্রিকা দলেও আছে পরিবর্তন। প্রথম ম্যাচে মাথায় আঘাত পাওয়া আমলা নেই, ফিরেছেন ডেডিড মিলার। রয়েছেন ক্রিস মরিসও
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে এ দুদল একে অপরের মুখোমুখি হয়েছে ২০ বার। ১৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ৩টিতে। টাইগারদের এ ৩ জয়ের ১টি এসেছে ২০০৭ বিশ্বকাপে। বাকি দুটি ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকোয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির
আই/এসএ/