ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

সংগ্রহ ১৩ ওভারে ৮৩/২

ভালো শুরুর পর ফিরলেন তামিম-সৌম্য

প্রকাশিত : ১৬:৩৯, ২ জুন ২০১৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। সৌম্য সরকার ও তামিম ইকবালের দূরন্ত সূচনায় উদ্বোধনী জুটিতে আসে ৮ ওভারে ৫৯ রান।

দলীয় ৫৯ রানের মাথায় ইনজুরি কাটিয়ে ওঠা তামিম ইকবাল আউট হন ২৯ বলে ১৬ রান করে। আর ৩০ বলে ৪২ রান করে ফেরেন সৌম্য।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ২ উইকেটে ৮৩ রান।

সাকিব আল হাসান ১৫ বলে ৮ আর মুশফিকুর রহিম ৪ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন।  

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চড়াও হোন সৌম্য সরকার। তামিম ইকবাল কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও, অ্যান্ডিলো ফিলোকাও এর বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে এ দুদল একে অপরের মুখোমুখি হয়েছে ২০ বার। ১৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ৩টিতে। টাইগারদের এ ৩ জয়ের ১টি এসেছে ২০০৭ বিশ্বকাপে। বাকি দুটি ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে।

আই/এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি