ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

যে কারণে আর বোলিং করেন না কোহলি

প্রকাশিত : ১২:০২, ৩ জুন ২০১৯

ব্যাটসম্যান হিসাবেই বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় বিরাট কোহলি। এছাড়া ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন তিনি। কিন্তু ২০১৭’র ডিসেম্বর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচে বল করেননি কোহলি৷

হঠাৎ কেন বোলিং করা ছেড়ে দিলেন বিরাট? কারণটা জানালেন স্বয়ং কোহলিই৷ বিশ্বকাপের সম্প্রচার সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার বোলিংয়ের উপর সতীর্থদের বিন্দুমাত্র আস্থা নেই৷ তবে তার বিশ্বাস রয়েছে নিজের বোলিং দক্ষতার উপর৷

বিরাট বলেন, ‘২০১৭’র শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের কথা৷ আমাদের সবই জেতা হয়ে গেছে৷ নিছক নিয়ম রক্ষার মুহূর্তে আমি ধোনির কাছে গিয়ে বল করার ইচ্ছা প্রকাশ করি৷ রান-আপে গিয়ে হাত ঘুরিয়ে নেওয়ার মুহূর্তে বাউন্ডারি থেকে বুমরাহ চিৎকার করে বলে, ‘ইয়ার্কি হচ্ছে নাকি, এটা আন্তর্জাতিক ম্যাচ৷’

ভারত অধিনায়ক বলেন, ‘আমার বোলিং দক্ষতার উপর দলের কারও বিশ্বাস নেই৷ যদিও আমার নিজের আস্থা রয়েছে৷ এমন টিপ্পনি শোনার পর থেকে আর কখনও বল করতে যাইনি৷’


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি