ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত : ১৭:০৩, ৩ জুন ২০১৯ | আপডেট: ১৬:১৪, ৪ জুন ২০১৯

এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। ম্যাচটি আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় নটিংহামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামে শুরু হয়েছে।

ট্রেন্ট ব্রিজের রান প্রসবা উইকেটে টস হেরে ব্যাটিং পায় পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে একশ` পেরোতেই অলআউট হয় তারা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাই ভালো খেলার চাপ ছিল তাদের। সেই চাপ দুই ওপেনার ভালো খেলে সামাল দেন। এরপর ফিরে যান ফখর জামান।

পাকিস্তান ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রানে ব্যাট করছে। ইমাম-উল হক ৩৮ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী বাবর আযম। অন্য ওপেনার ফখর জামান ৪০ বলে ৩৬ রান করে ফিরে গেছেন।

পাকিস্তান এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শোয়েব মালিক ফিরেছেন এ ম্যাচে। এছাড়া আসিফ আলীও আছেন দলে। দলে জায়গা হয়নি ইমাদ ওয়াসিম এবং হারিস সোহেলের।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি