ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা!

প্রকাশিত : ১৭:০৯, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৭:১৫, ৫ জুন ২০১৯

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে এ ম্যাচ নিয়ে শঙ্কা রয়েছে। কেননা স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে দিনভর বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে।

আবহাওয়ায় পূর্বাভাসে জানানো হয়, বুধবার ওভালে দিনভর বৃষ্টি হতে পারে। সকালে বৃষ্টির আশঙ্কা আছে। সারাদিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

জানা গেছে, ম্যাচের সময়ে আকাশ ৯০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। আর্দ্রতা ৪০ থেকে ৫০ ডিগ্রির মধ্যে থাকবে। গোটা দিন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

এর আগে বাংলাদেশ-নিউজিল্যান্ড নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। তাই দল দুটি নিজেদের আধিপত্য ধরে রাখতে জোর চেষ্টা করে যাবে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি