ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

লাল সবুজে ছেয়ে গেছে লন্ডনের কেনিংটন ওভাল

প্রকাশিত : ১৮:৪৪, ৫ জুন ২০১৯

শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড মিশন। দু’দলই প্রচণ্ড আত্মবিশ্বাসী। তবে টিম টাইগার একটু বেশি উজ্জীবিত। কারণ ওভাল আজ সেজেছে লাল-সবুজের সমারহে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওভারে সংগ্রহ করেছে চার রান। তারা যে দারুণভাবে এগিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু দলকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করছেন হাজার হাজার বাংলাদেশি দর্শক। ওভাল আজ পরিণত হয়েছে লাল-সবুজে।

মাঠের চিত্র দেখে মনে হতে পারে ওভাল যেনো একটা মিরপুর, একটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম! ইস্ট লন্ডন থেকে কেনিংটন ওভাল পর্যন্ত বাংলাদেশের দর্শক। পুরো পথজুড়ে আজ লাল-সবুজময়। লন্ডনবাসী আজ বুঝেছে, শহরে লাল-সবুজদের কিছু একটা হচ্ছে।

২৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ৮০ শতাংশ দর্শকই বাংলাদেশি। শুধু লন্ডনে আছেন এমন দর্শকই নন, ইংল্যান্ডের নানা জায়গা, এমনকি বাংলাদেশ থেকেও এসেছেন অনেক দর্শক। ঐতিহ্যবাহী ওভাল আজ রূপ নিয়েছে একটুকরো বাংলাদেশে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাটিং পেয়েছে মাশরাফিরা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিশ্বকাপের শুরুতেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী বাংলাদেশ। এমন শুরুর পর আজ বুধবার মুখোমুখি হয়েছে আরেক অভিজ্ঞ দল নিউজিল্যান্ডের। যারা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে।

প্রথম ম্যাচে জয় নিয়ে দু’দলই আত্মবিশ্বাসে ভরপুর। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ : ৪টি, বাংলাদেশ জয়ী : ০টি। নিউজিল্যান্ড জয়ী: ৪টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৩১টি। বাংলাদেশ জয়ী: ১০টি। দক্ষিণ আফ্রিকা জয়ী: ২১টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ০টি।

সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্র্রফিতে গ্রুপ ‘এ’র ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

বাংলাদেশ দল :

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল :

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি