ইংল্যান্ডের উড়ন্ত সূচনা
প্রকাশিত : ১৬:২০, ৮ জুন ২০১৯ | আপডেট: ১৭:১৯, ৮ জুন ২০১৯
গত দুই ম্যাচে টসে জিততে না পারলেও এবার ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার বাহিনী। বিকেল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ মাঠে নামে ইংল্যান্ডের বিপক্ষে।
দু`দিন বৃষ্টির কারণে ঢেকে রাখতে হয়েছিল কার্ডিফের উইকেট। সবুজ উইকেটে বোলাররা শুরুতে ভালো করবেন। মাশরাফি তাই টস জিতে বোলিং নেন। তবে আক্রমণ শুরু করেন স্পিনার সাকিবকে দিয়ে। অন্য প্রান্তে ছিলেন মাশরাফি মর্তুজা। কিন্তু শুরুতেই ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড।
শেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ইংল্যান্ড ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৯ রান তুলেছে। ব্যাটিংয়ে আছেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো।
ইংল্যান্ডকে শক্তিশালী দলে পরিণত করেছেন দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টোর। মারকুটে ব্যাটিং করেন তারা। কিন্তু প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে চাইবেন তারা।
আজ বাংলাদেশ অপরিবর্তিত দল নিয়ে খেলছে। ইংল্যান্ড দলে এসেছে এক পরিবর্তন। অফ স্পিন অলরাউন্ডার মঈন আলিকে বাদ দিয়ে তারা পেসার লিয়াম প্লাঙ্কেটকে দলে নিয়েছে।
অন্যদিকে, এবারের আসরের অন্যতম ফেভারিট স্বাগতিক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেও পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে ইংল্যান্ড।
চার বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ। রুবেল হোসেনের বোলিং তোপে সে ম্যাচে ১৫ রানে জিতেছিল টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ওই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।
অ্যাডিলেডের প্রেরণার সঙ্গে সোফিয়া গার্ডেনসের দুই জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ নিশ্চিত ভাবেই আত্মবিশ্বাসী। কার্ডিফে বাংলাদেশের সঙ্গে কাকতালীয়ভাবে দুটি বিষয় মিলে গেছে। একটি হলো জুন মাস, অন্যটি ৫ উইকেটের জয়। এখানে জয় পাওয়া দুটো ম্যাচই ছিল জুনে। আর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ :
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।
এনএম//