বিশ্বকাপে সাকিবের রাজকীয় শতক
প্রকাশিত : ২৩:১০, ৮ জুন ২০১৯ | আপডেট: ০৯:১৪, ৯ জুন ২০১৯
এবারের বিশ্বকাপে অবশেষে শতকের দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে শতকের কাছাকাছি গিয়েও তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেন নি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।
বেন স্টোকের এক অসাধারণ ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তিনি খেলেন ১২টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে তিনি পূর্ণ করেন বিশ্বকাপের প্রথম শতক। এরআগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৭৫ ও নিউজিল্যান্ডের সঙ্গে ৬৪ রানের ইনিংস খেলেন।
এদিকে ৪৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৮উইকেট হারিয়ে ২৬১ রান। ব্যাট করছেন মেহেদি হাসান ১ ও মাশরাফি বিন মুর্তজা ০ রানে।
এরআগে ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১৯.১ ওভারে ১২৮ রান করেন দুই ওপেনার। এরপর মাশরাফি বিন মুর্তজার বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিনত হন বেয়ারস্টো। তার আগে ৫০ বলে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি।
এরপর তিনে ব্যাটিংয়ে নামা জো রুটের সঙ্গে জুটি বেঁধে ফের ৭৭ রান যোগ করেন জেসন রয়। এই জুটিতে সেঞ্চুরি করেন রয়। মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকানোর মধ্যে দিয়ে ৯২তম বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রয়।
সেঞ্চুরির পর আগের চেয়েও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন জেসন রয়। ৩৫তম ওভারে মিরাজের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান এ ইংলিশ ওপেনার। চতুর্থ বলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে মাশরাফির হাতে ক্যাচ তুলে দেন।
মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১২১ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৩ রান করেন জেসন রয়। বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটে ৭৯তম ম্যাচে এটা নবম শতক।
এদিকে, জেসন রয় ও বেয়ারস্টোর ফিরে গেলেও তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রিজে এসে ঝড় তোলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলার। সাইফউদ্দিনের বলে সৌম্যের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ব্যক্তিগত ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপরও ঝড় থামেনি। শেষ দিকে ক্রিস ওকস ৮ বলে ১৮ রান এবং লিয়াম প্লাঙ্কেট ৯ বলে ২৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান।
বাংলাদেশের পক্ষে মিরাজ ও সাইফউদ্দিন দুটি করে এবং মাশরাফি ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।