অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুরন্ত সূচনা
প্রকাশিত : ১৭:০৭, ৯ জুন ২০১৯ | আপডেট: ১৮:৪০, ৯ জুন ২০১৯
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক বিরাট কোহলির সিদ্ধান্তে প্রথমে ব্যাটিংয়ে খেলতে নেমে দুরন্ত সূচনা করেছে ভারত।
কোনো উইকেট না হারিয়ে ১৮ ওভারে ৯৭ রান করেছে ভারত। মাঠে রয়েছে রহিত শর্মা ও শেখর দেওয়ান। রহিত শর্মার সংগ্রহ ৪২ রান আর শেখর ধাওয়ানের সংগ্রহ ৫২ রান।
এর আগে দু’দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে গত বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে পাওয়া ১৫ রানের জয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। এটি তাদের টানা দ্বিতীয় জয়। এর চেয়েও বড় ব্যাপার হলো, শেষ বলের আগে অস্ট্রেলিয়া যে হাল ছাড়ে না, সেটা গত বৃহস্পতিবার আবারও প্রমাণ হয়ে গেল। ৭৯ রানে ৫ উইকেট পতনের পরও ক্যারিবীয়দের বিপক্ষে ২৮৮ রান তুলে নিয়েছিল তারা।
ভারত একাদশ
শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, এমএস ধোনী, কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
এনএম//