ইকুয়েডরকে বিধ্বস্ত করে কোপা মিশন শুরু উরুগুয়ের
প্রকাশিত : ১২:৩০, ১৭ জুন ২০১৯ | আপডেট: ১৩:০২, ১৭ জুন ২০১৯
নিকোলাস লোদেইরোর গোলে এগিয়ে যাওয়ার পর আরও দুই গোল করেন এদিনসন কাভানি ও লুইস সুয়ারেস, অপর গোলটি আত্মঘাতী। এতে দারুণ আক্রমণাত্মক ফুটবলে ইকুয়েডরকে বিধ্বস্ত করে কোপা আমেরিকা শুরু করল উরুগুয়ে।
বাংলাদেশ সময় সোমবার ভোরে বেলো হরিজন্তে ‘সি’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জেতে উরুগুয়ে।
খেলার ৬ মিনিটেই প্রথম গোল। নিকোলাস লেডিরোর করা এই গোলেই ১-০তে এগিয়ে যায় শুরু থেকেই আক্রমণাত্বক খেলা উরুগুয়ে।
এরপর ম্যাচের ৩৩তম মিনিটে এডিনসন কাভানি ও ৪৪তম মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে প্রথমার্ধে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। পিছিয়ে পড়ে দিশেহারা হয়ে পড়ে ইকুয়েডর।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৮তম মিনিটে নিজেদের ভুলে আর্তুরো মিনার আত্মঘাতী গোলে হারের ব্যবধান বাড়ান ৪-০তে। এ জয়ে গ্রুপ ‘সি’ থেকে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলো উরুগুয়ে।