ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সেরা রান সংগ্রাহকের শীর্ষে সাকিব

প্রকাশিত : ২৩:৫৩, ১৭ জুন ২০১৯

বিশ্বকাপের এবারের আসরে ম্যাচের পর ম্যাচ বিস্ময় উপহার দিচ্ছেন সাকিব আল হাসান। তৃতীয় ম্যাচ পর্যন্ত সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। কয়েক ম্যাচের জন্য তালিকার নিচে নেমে এলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে আবার শীর্ষস্থানাটি দখল করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক শতক করে এবারের আসরে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে আসেন সাকিব আল হাসান। একদিন পরেই অবশ্য সাকিবকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার পরের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে জায়গাটির দখল নেন অ্যারন ফিঞ্চ।

পাকিস্তানের বিপক্ষে চোখধাঁধানো সেঞ্চুরি করে ফিঞ্চের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানকে দুইয়েই সন্তুষ্ট থাকতে হয়। বেশ কয়েকজন ব্যাটসম্যান রান পাওয়ায় তালিকায় বেশ পেছনে চলে যান সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে একে একে জো রুট, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মাদের পেছনে ফেলেন সাকিব। শেষমেষ অ্যারন ফিঞ্চকে হটিয়ে সেরা রান সংগ্রাহকের শীর্ষে উঠে আসেন তিনি। ৪ ম্যাচ খেলে ৩৮৪ রান করে সাকিব। সমান সংখ্যক ম্যাচে ৩৪৩ রান করেছেন অ্যারন ফিঞ্চ।

এনএম/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি