ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জাপানকে উড়িয়ে কোপা অভিযান শুরু চিলির

প্রকাশিত : ১৫:৫৮, ১৮ জুন ২০১৯

কোপা আমেরিকার ৪৬তম পর্বে জোড়া গোল করলেন তারকা এডুয়ার্দো ভার্গাস৷ গোল পেয়েছেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ ও এরিক পালগারও৷ এতে খেতাব রক্ষার লড়াইয়ে দুরন্ত জয় পেয়েছে চিলি৷ 

মঙ্গলবার সকালে জাপানের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল গত দু’বারের বিজয়ীরা৷

অতিথি দল হিসেবে কোপা আমেরিকায় খেলতে গিয়ে নিজেদের প্রথম ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে জাপান। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চিলির একতরফা দাপট চোখে পড়ে৷

তবে ম্যাচে প্রথম গোল পেতে চিলিকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত৷ আরাংগুইজের ক্রস থেকে জোরালো হেডারে জাপানের জালে প্রথমবার বল জড়ান পালগার৷ ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ৷

বিরতি থেকে ফিরে তিনটি গোল করে চিলি, যার মধ্যে দু’টি আসে ভার্গাসের পা থেকে৷ ম্যাচের ৫৪তম মিনিটে এসলার পাস থেকে নিজের প্রথম তথা দলের হয়ে দ্বিতীয় গোল করেন ভার্গাস৷

এরপর ম্যাচের ৮২তম মিনিটে স্যাঞ্চেজ গোল করে চিলিকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে৷ তাকেও গোলের পাস বাড়ান আরাংগুইজ৷

আর এক মিনিটের মধ্যেই চিলি আবার বল জড়ায় জাপানের জালে৷ স্যাঞ্চেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভার্গাস৷

গ্রুপের পরের ম্যাচে উরুগুয়ে খেলবে জাপানের বিরুদ্ধে৷ আর চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের৷


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি