ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে চার ছক্কায় যারা এগিয়ে

প্রকাশিত : ১৬:৪৫, ১৯ জুন ২০১৯

ক্রিকেটের সৌন্দর্য হলো চার ছক্কা। দর্শকরা মুখিয়ে থাকেন চার-ছক্কার দিকে। কখন উল্লাসে ফেটে পড়বে। সময় বেশি গড়ালে দর্শকদের মাঝে নিস্ততা নেমে আসে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বেশি চার মেরেছে  সাকিব আল-হাসান। সর্বোচ্চ ৪৩টি চার। বেশি ছয়ের অধিকারী হল ইংল্যান্ডের মরগান। তার পকেটে ২২টি ছক্কা। বিশ্বকাপের এ পর্যায়ে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছেন ১৫৩ রান। স্টাইক রেটেও এগিয়ে রয়েছেন ইয়ান মরগান।

খেলোয়াড়/দেশ

ইনিংস

চার

ছয়

স্টাইক রেট

সর্বোচ্চ স্কোর

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া

৩০

১৪

১১০.৬৪

১৫৩

ইয়ান মরগান (ইংল্যান্ড)

১০

২২

১৩৬.৮১

১৪৮

রোহিত শর্মা (ভারত)

৩০

৯৭.৫৫

১৪০

সাকিব আল-হাসান (বাংলাদেশ)

৪৩

১০৩.৭৮

১২৪*

জো রুট (ইংল্যান্ড)

৩২

৯৯.৭২

১০৭

ডেভিড ওয়ার্নার

২৬

৭৬.৯৮

১০৭

পরিসংখ্যানটি ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত।

(সূত্র : ক্রিকইনফো)

এএইচ/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি