ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

সামি-আফ্রিদিদের সঙ্গে কানাডার লিগে সাকিব

প্রকাশিত : ১১:২৩, ২২ জুন ২০১৯ | আপডেট: ১১:২৬, ২২ জুন ২০১৯

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলবেন। টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ লিগে তিনি ব্রাম্পটন উলভসের হয়ে খেলবেন।

সাকিব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। বাংলাদেশের সাকিব ছাড়াও খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা।

এবারের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ব্যাট হাতে পাঁচ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেছেন সাকিব। এছাড়া বল হাতে শিকার করেছেন পাঁচ উইকেট।

উল্লেখ,কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির এবারের আসর বসতে যাচ্ছে আগামী ২৫ জুলাই। শেষ হবে ১১ আগস্ট। এতে অংশ নেবে ৬টি দল। দলগুলো হলো ব্র্যাম্পটন উলভস, এডমন্টন রয়্যালস, মন্ট্রিল টাইগার্স, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কয়েভার নাইটস ও উইনিপেগ হকস।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি