ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার শুভ সূচনা
প্রকাশিত : ১৭:১০, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১৭:৪২, ২৫ জুন ২০১৯
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। অর্থাৎ প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ইংলিশ পেসারদের সামনে শুরুতে একটু নড়বড়ে মনে হলেও পরবর্তীতে সাবলীল ব্যাটিং করতে থাকে দুই অজি ওপেনার এ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ২০ ওভারেই বোর্ডে তুলে ফেলেন ১১০ রান। এরইমধ্যে ফিফটি তুলে নেন দুজনেই। ছুটছেন বড় লক্ষ্য পানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে অজিদের সংগ্রহ বিনা উইকেটে ১১২ রান। ফিঞ্চ ৫৫ রানে এবং ওয়ার্নার ৫২ রানে ক্রিজে আছেন।
এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে। এতে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।
চলমান বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এক ম্যাচ। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। যে ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে সেমিফাইনালের হিসাব-নিকেশ।