আর্চারকে টপকে শীর্ষে স্টার্ক
প্রকাশিত : ১৮:৩৭, ২৬ জুন ২০১৯
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর ম্যাচেই প্রতিপক্ষ পেসার জোফরা আর্চারকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠে গেলেন অজি পেসার মিচেল স্টার্ক।
মঙ্গলবার অনুষ্ঠেয় এ ম্যাচের আগে ছয়টি করে ম্যাচ খেলে দুজনেই সমান ১৫টি করে উইকেট নিয়ে ছিলেন যৌথভাবে শীর্ষে। কিন্তু এ ম্যাচে আগে বোলিং করে এক উইকেট নিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেন আর্চার। তবে তা কিছুক্ষণের জন্যই।
বিরতির পর বোলিংয়ে নেমে শীর্ষস্থান দখল করতে বেশি সময় নেননি অজি পেসার। চতুর্থ ওভারের তৃতীয় বলে জো রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আর্চারকে ধরে ফেলেন। তখন দুজনেরই দখলে থাকে সমান ১৬টি উইকেট।
এর এক ওভার পরেই ষষ্ঠ ওভারের পঞ্চম বলে মরগানকে আউট করে ১৭ উইকেট নিয়ে উঠে যান এককভাবে শীর্ষস্থানে। স্টার্কের ওই বলে ফ্লিক শর্ট খেলে ডিপ থার্ডম্যান অঞ্চলে কামিন্সের দুর্দান্ত ক্যাচের শিকার হন ইংলিশ ক্যাপ্টেন। পরে আরও দুটিসহ ম্যাচে মোট চার উইকেট নিয়ে (সর্বোচ্চ ১৯) এখন সবার উপরে স্টার্ক।