শুরুতেই ফখরকে হারালো পাকিস্তান
প্রকাশিত : ২১:২৭, ২৬ জুন ২০১৯ | আপডেট: ২২:১১, ২৬ জুন ২০১৯
নিউজিল্যান্ডের দেওয়া ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। কিউই বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে ১৯ রানেই প্রথম উইকেট হারায় সরফরাজের দল। আউট হয়ে ফেরেন ফখর জামান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার ওভারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২০ রান। ইমাম-উল-হক ১১ রানে এবং বাবর আজম শূন্য রানে ক্রিজে আছেন।
বোল্টের বলে ক্যাচ তুলে আউট হওয়ার আগে ১০ বলে দুই বাউন্ডারিতে ৯ রান করেন ফখর জামান। মূলত এ বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো কিছু করে দেখাতে পারেন নি এই বাঁহাতি ওপেনার।
এর আগে জিমি নিশাম ও কলিন ডি গ্রান্ডহোমের অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানকে ২৩৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানি বোলিং তোপে ৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে অনবদ্য জুটি গড়ে শুধু টেনেই তোলেননি, দুর্দান্ত ফিফটিও তুলে নিয়েছেন এ দুই মিডল অর্ডার ব্যাটসম্যান।
এদিন টস জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তানি বোলিং তোপের মুখে পড়ে কিউইরা। রীতিমত ধুঁকতে থাকে দল। শুরুটা করেন মোহাম্মদ আমির। এরপর তার দেখানো পথেই একে এক তিন উইকেট তুলে নিয়ে কিউই দুর্গ বিপর্যস্ত করে তোলেন শাহিন আফ্রিদি। এরপর আঘাত হানেন লেগ স্পিনার শাদাব খান। তরুণ এই লেগস্পিনারের ফাঁদে পড়ে সরফরাজের স্ট্যাম্পিংয়ের শিকার হন কিউই কাণ্ডারি।
আউট হওয়ার আগে নিশামের সঙ্গে গড়েন ৩৭ রানের জুটি। চেষ্টা করেছিলেন দলকে বিপদ থেকে টেনে তোলার। কিন্তু পারলেন না শেষ রক্ষা করতে। সাজঘরে ফেরার আগে ৬৯ বল খেলে করলেন মূল্যবান ৪১ রান।
এর ফলে ৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখনই ক্রিজে এসে নিশামকে সঙ্গী করে ১৩২ রানের অনবদ্য এক ধৈর্্যশীল জুটি গড়েন অরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। তবে ৪৮তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক রান আউটের শিকার হওয়ার মধ্যদিয়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৭১ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন গ্রান্ডহোম।
সঙ্গী আউট হলেও স্বভাবজাত খেলে দলকে ঠিকই চ্যালেঞ্জিং স্কোর গড়তে মূল ভূমিকা রাখেন আরেক অলরাউন্ডার জিমি নিশাম। ফিফটি তুলে নিয়ে চার-ছক্কা হাঁকিয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ায় থামতে হয় ৯১ রানেই। ১১২ বল খেলে পাঁচটি চার ও তিন ছক্কায় ওই ইনিংস খেলেন নিশাম। আর এতেই ২৩৭ রানের সম্মানজনক সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
হারলেই বিশ্বকাপ শেষ! এমনই সমীকরণ নিয়ে বুধবার বিশ্বকাপের ৩৩তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এজবাস্টনে সকালে বৃষ্টি হওয়ায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় কিউইরা।