ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

শ্রীলংকা শিবিরে প্রথম আঘাত রাবাদার

প্রকাশিত : ১৫:৫৩, ২৮ জুন ২০১৯ | আপডেট: ১৫:৫৪, ২৮ জুন ২০১৯

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ডিমুথ কারুনার্থের উইকেট হারিয়েছে শ্রীংলকা। কাগিসো রাবাদার বলে ডু প্লেসিসের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে লঙ্কানরা। এ ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সমান আট পয়েন্ট হবে তাদের।

বিশ্বকাপে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে উন্নতি প্রত্যাশা করেছেন শ্রীলংকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মুখোমুখি হবে দিমুথ করুনারত্নের দল। বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে তাদের সাম্প্রতিক রেকর্ড দারুণ।

গত বছর শ্রীলংকার সিরিজ জয়ের পরে এ বছরের মার্চে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে লঙ্কানদের উড়িয়ে দেয় ফাফ ডু প্লেসির দল। দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুবার দুইশ ছাড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ।

বিশ্বকাপ দলের বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন না। তাই সেই স্মৃতি বিশ্বকাপের লড়াইয়ে খেলোয়াড়দের মনে থাকবে না বলে মনে করেন হাথুরুসিংহে। বিশ্বকাপে এখন পর্যন্ত শ্রীলংকার সর্বোচ্চ সংগ্রহ ২৪৭ রান। অবশ্য তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ২৩২ রানের ছোট পুঁজি নিয়ে জয়ও পেয়েছে তারা।

 

এনএম/টিআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি