নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড
প্রকাশিত : ০০:০০, ৪ জুলাই ২০১৯ | আপডেট: ১১:২০, ৪ জুলাই ২০১৯
নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া ও ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে লিগ পর্বের ৪১তম ম্যাচ শেষে চুকে গেল সেমিফাইনালের হিসাব নিকাশ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চার ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের টিকিট পেল পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড! যদিও প্রায় অসম্ভব রান রেটের সূক্ষ্ম হিসাবে এক চিলতে সুযোগ থাকছে পাকিস্তানের হাতে। আর সেখানেই কিছুটা শঙ্কায় থাকবে টেবিলের চার নম্বর দল নিউজিল্যান্ড।
বুধবার ইংল্যান্ডের চেস্টার-লি-স্ট্রিটে প্রথমে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া ৬০ রান করেন জেসন রয়।
সেখানে ১১৯ রানের জয়ে নিয়ে ৯ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। পরাজিত দল নিউজিল্যান্ডের পয়েন্ট ৯ ম্যাচ শেষে ১১। এখন এই পয়েন্ট ছুঁয়ে দেখার সুযোগ বাকি আছে শুধু পাকিস্তানের সামনে। পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানের (প্রায় ৩০০ রান অথবা ৩০ ওভারের মধ্যেই রান চেজ করতে হবে) জয় পায় সেক্ষেত্রে একটা সুযোগ থাকতেও পারে! তবে কার্যত তাদের সুযোগও শেষ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়া ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৮ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ভারতের সেমিফাইনালও নিশ্চিত হয়েছে আগেই।
এর আগে জয়ের জন্য মরিয়া ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুটাও দারুণ করেন। জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতে আসে ১২৩ রান। জেসন রয় ৬০ রান করে ফিরলেও ১০৬ রানে বড় ইনিংস খেলেন বেয়ারস্টো। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
জবাবে খেলতে নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে কিউইরা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন টম লাথাম।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৫/৮ (বেয়ারস্টো ১০৬, জেসন রয় ৬০, মরগান ৪২; নিশাম ২/৪২, হ্যানরি ২/৫৬, বোল্ট ২/৫৬)।
নিউজিল্যান্ড: ৪৫ ওভারে ১৮৬/১০ (লাথাম ৫৭, টেইলর ২৮, উইলিয়ামসন ২৭; মার্ক উড ৩/৩৪)।
ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী।
এমএস/কেআই