টস জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা
প্রকাশিত : ১৮:৩২, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:২৯, ৬ জুলাই ২০১৯
বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফিকা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।
বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেলে সবার আগে শেষ চার নিশ্চিত করে অজিরা। অপরদিকে, বিশ্বকাপের শুরু থেকে বিপর্যয়ের মধ্যদিয়ে আসা দক্ষিণ আফ্রিকা আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে। তাই আজ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে তারা।
এবারের আসরে এখন পর্যন্ত আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে শীর্ষে। সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫।
এছাড়া, ওয়ানডেতে দু’দল মুখোমুখি হয়েছে ৯৯ ম্যাচ। অস্ট্রেলিয়া জিতেছে ৪৮; আর দক্ষিণ আফ্রিকা ৪৭ ম্যাচ। পরিত্যক্ত ১ ম্যাচ, টাই ৩টি। দেখা যাক আজ কি করে।