ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি

প্রকাশিত : ১১:০২, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৪৬, ৭ জুলাই ২০১৯

রানীর দেশে চলছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। দেখতে দেখতে শেষ হয়ে গেছে লীগ পর্বের সব ম্যাচ। এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালের লাইন আপ ছিল, লীগ পর্বের প্রথম দল বনাম চতুর্থ দল এবং দ্বিতীয় দল বনাম তৃতীয় দল।

তাই গতকাল শনিবার লীগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত। আর অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ১৫। আর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৪, তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১২ এবং ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ম্যানচেস্টারে হবে নিউজিল্যান্ড-ভারত ম্যাচটি।

আর দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামী বৃহস্পতিবার। বার্মিংহামে অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে। আর আগামী ১৪ জুলাই লন্ডনে হবে ফাইনাল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি