ভারতের পরাজয়ের ৬ কারণ
প্রকাশিত : ১০:৫৩, ১২ জুলাই ২০১৯ | আপডেট: ১১:০০, ১২ জুলাই ২০১৯
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে হেরে বিশ্বকাপ জেতা স্বপ্নের সলিল সমাধি হলো ভারতের। বুধবার ম্যানচেস্টারে স্বপ্নভঙ্গ হলো প্রায় ১৫০ কোটি হৃদয়ের।
শিরোপা জয়ের প্রত্যাশী দলের এমন হার কিছুতেই মানতে পারছেন না দলটির সমর্থকরা। তাই দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকরা কোহলি, ধোনিদের তুলাধোনা করছেন।
বিভিন্ন জন বিভিন্নভাবে ভারতের হারার কারণ ব্যাখ্যা করেছেন। আসুন এ সম্পর্কে কয়েকটি কারণ জেনে নেওয়া যাক:
১) ভারতীয় ব্যাটসম্যানদের জন্য ২৪০ রান তাড়া করে জেতাটা সহজ ছিল। কিন্তু অতিরিক্ত টপঅর্ডার নির্ভরতাই ভারতকে ডুবিয়েছে।
২) রোহিত ও কোহলির ওপর ভরসা করে মাঠে নামা হলো এ হারের অন্যতম কারণ।’
৩) টপঅর্ডার ব্যর্থ হলে মিডলঅর্ডার সেই দায়িত্ব নেবে এটিই স্বাভাবিক। কিন্তু এ ম্যাচে তা দেখা যায়নি। তাই তারা ব্যর্থ হয়েছে।
৪) অনেক আবার মহেন্দ্র সিং ধোনির খারাপ পারফরমেন্সকে দায়ী করেছেন। তবে অনেকে আবার তার পক্ষেও কথা বলেছেন।
৫) নিউজিল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিং। এবারের বিশ্বকাপে ভালো করতে থাকা রোহিতকে কোনো সুযোগ দেননি নিউজিল্যান্ডের উইকেট কিপার টম লাথাম। পরে লোকেশ রাহুল ও দিনেশ কার্তিকেরও বিধায় হয় হয় লাথাম ও জিমি নিশামের অসাধারণ দুটি ক্যাচে।
৬) ভারতের দেরিতে জ্বলে উঠা। সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (৭৭) ও ধোনি (৫০)। কিন্তু উইকেটে থিতু হয়ে ঝড় তুলতে একটু বেশিই দেরি করে ফেলেন তারা। ফলে জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৭ রান। সেই চাপে শেষদিকে আবারও ভেঙে পড়ে ভারত।
এমএইচ/