প্রথম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী দিন আজ
প্রকাশিত : ১০:৪৩, ১৩ জুলাই ২০১৯ | আপডেট: ১০:৪৪, ১৩ জুলাই ২০১৯
১৯৩০ সালের কথা। ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। ওই বছর ১৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলে এ খেলা। এটি অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। ফিফা ১৯২৯ সালের বার্সেলোনা সেমিনারে উরুগুয়েকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়। কারণ সেবছর উরুগুয়ে স্বাধীনতার শতবর্ষে পা দিয়েছিল। উরুগুয়ে ফুটবল দল সফল ভাবে ১৯২৮ গ্রীষ্ম অলিম্পিকে ফুটবল শিরোপা জিতেছিল।
১৯৩০ এর বিশ্বকাপে তেরটি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এর মধ্যে আমেরিকা অঞ্চলের ৯টি ও ইউরোপের ৪টি দল ছিল। ভ্রমণের খরচ ও সময় বিবেচনা করে অনেক ইউরোপীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে, যাতে ৪-১ গোলে ফ্রান্স জয়ী হয় এবং যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে, যাতে ৩-০ গোলে যুক্তরাষ্ট্র জয়ী হয়।
বিশ্বকাপের প্রথম গোল করেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ত। ফাইনালে উঠে যায় প্রতিযোগিতার ফেবারিট উরুগুয়ে ও আর্জেন্টিনা এবং ৯৩,০০০ দর্শকের সামনে উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে প্রথম বিশ্বকাপ শিরোপা লাভের গৌরব অর্জন করে।
এসএ/