ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টুর্নামেন্ট সেরা কেন উইলিয়ামসন

প্রকাশিত : ১০:২৫, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৯, ১৫ জুলাই ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে সাকিব-রোহিতদের হারিয়ে টুর্নামেন্টে সেরা পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

তালিকায় ছিলেন রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার আর সঙ্গে ছিলেন অলরাউন্ডার নৈপুণ্যে সাকিব আল হাসান। আর ছিলেন সেই দৌড়ে মিচেল স্টার্কও। কিন্তু সবাইকে পিছনে ফেলেন উইলিয়ামসন।

আসলে পুরো বিশ্বকাপেই উইলিয়ামসন ছিলেন কিউই ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। অন্যদের ব্যর্থতার দিনে ব্ল্যাক ক্যাপ অধিনায়ক একাই টেনে নিয়ে গেছেন দলকে। গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন সব সিদ্ধান্ত। অধিনায়কত্ব দিয়ে পূরণ করেছেন অলরাউন্ডার কিংবা বোলারের শূন্যস্থান। তাইতো সাকিবদের হারিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের ঘরে তুলে নিলেন উইলিয়ামসন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি