ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ভারতে টাইগারদের বোলিং তাণ্ডব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২২ জুলাই ২০১৯ | আপডেট: ২১:৫০, ২২ জুলাই ২০১৯

ভারতের ব্যঙ্গালুরুতে ড. কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রীতিমত বোলিং তাণ্ডব চালিয়েছে সফররত বিসিবি একাদশ। সোমবার বোলারদের তাণ্ডবে কেএসসিএ সেক্রেটারি একাদশকে ৭৯ রানেই অলআউট করেছে বিসিবি একাদশ।

ব্যঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে প্রতিপক্ষ শিবিরে একের পর এক আঘাত হানেন বিসিবি একাদশের পেসার শহিদুল ইসলাম, ইবাদত হোসেন ও আরিফুল হক।
দলীয় ৫ রানে ইবাদতের প্রথম আঘাতের পর দ্রুতই তিন উইকেট তুলে নেন পেসার শহিদুল ইসলাম। ফলে ১৫ রানেই চার উইকেট হারায় কেএসসিএ সেক্রেটারি একাদশ।

এরপর দলীয় ৪২ রানে ফের আঘাত হানেন ইবাদত হোসেন। এক ওভার পরেই আবারও জোড়া আঘাতে ক্ষত বিক্ষত হয় কেএসসিএ সেক্রেটারিস একাদশ। এবারে আঘাত হানেন আরিফুল। ফলে ৪৪ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কেএসসিএ সেক্রেটারি একাদশ। টাইগার বোলাররা পরবর্তীতে আরও তিন উইকেট নিলে ৭৯ রানেই অলআউট হয় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন কেএস দাভাইয়া। এছাড়া প্রভিন দুবেই করেন ১৬ রান। অন্যদিকে বিসিবি একাদশের হয়ে পেসার শহিদুল ইসলাম একাই ৫ উইকেট তুলে নেন মাত্র ২০ রান দিয়ে। এছাড়া ইবাদত হোসেন ৩৬ রানে দুটি এবং আরিফুল হক নেন ২২ রানে তিনটি উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারালেও সাদমানের ফিফটিতে তিন উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। ফলে প্রথম দিন শেষে ৫৬ রানের লিড নিয়েছে মুমিনুল হকের দল। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ৯৩ বলে ৫৯ রান করে আউট হন।    

এর আগে সাইফ হাসান ৩ রানে এবং অধিনায়ক মুমিনুল হক ১০ রান করে আউট হন। তবে জহুরুল ইসলাম অমি ২৮ রানে এবং নাজমুল ইসলাম শান্ত ২৭ রানে অপরাজিত আছেন।

এদিকে ভারতের এই টুর্নামেন্টে এটা নিয়ে তৃতীয় ম্যাচ খেলছে মুমিনুলরা। এর আগের দুটি ম্যাচ ড্র হয়েছে।

এনএস/এএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি