ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মোশাররফ রুবেলের পাশে দাঁড়ালো বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৮ জুলাই ২০১৯

ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার চিকিৎসার জন্য বোর্ডের পক্ষ থেকে ১০ লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

শনিবার (২৭ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, তার চিকিৎসার জন্য বোর্ডের পক্ষ থেকে সহযোগীতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তার চিকিৎসা বাবদ ১০ লাখ দেয়া হবে।

চলতি বছরের ১০ মার্চ তার ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। এর চারদিন পর ১৪ মার্চ অস্ত্রপচারের জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৯ মার্চ তার অস্ত্রপচার সম্পন্ন হয়।

এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, রুবেলের টিউমারে ক্যান্সারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে ক্যান্সার যেন বাসা বাঁধতে না পারে সে জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত কেমো ও রেডিওথেরাপি নিতে হচ্ছে রুবেলকে।

তার এ চিকিৎসার ব্যয় অনেক বেশি। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে এ অর্থ দেয়া হয়।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি