চট্টগ্রামের ‘নগর চাবি’ পাচ্ছেন সাকিব
প্রকাশিত : ১২:৪১, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪৪, ২৯ জুলাই ২০১৯
ইংল্যান্ডে বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিতে উঠতে পারেনি বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে ৬০৬ রান ও বোলিংয়ে ১১ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব আল হাসান। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।
আগামীকাল মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণিল আয়োজনে তার হাতে নগর চাবি তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রসঙ্গত, দেশের প্রথম কোনও খেলোয়াড় নগর চাবি পাচ্ছেন। যে ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল সেখানে সাকিবকে সংবর্ধনা দেওয়া হবে।
গতকাল রোববার বিকালে সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।