ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘নয়া রোনালদো’র কাছেই হারল রোনালদোরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১১ আগস্ট ২০১৯

নয়া রোনালদোর চমকের ম্যাচেই নিষ্প্রভ পুরনো রোনালদো। যে কারণে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হল জুভেন্টাসকে। শনিবার রাতে সুইডেনের ফ্রেন্ডস এ্যারেনায় প্রীতি ম্যাচে মাঠে নেমেই জোড়া গোল করেন 'নতুন রোনালদো' খ্যাত ফেলিক্স। তার ডাবলস নৈপুণ্যের সুবাদে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।

রেকর্ড দামেই অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন হোয়াও ফেলিক্স। 'নতুন রোনালদো' খ্যাত এই ফুটবলারকে কেন চড়া দাম দিয়ে কিনেছে অ্যাটলেটিকো সেটার একটা নমুনা দেখা গেল শনিবার রাতে। 

অ্যাটলেটিকো-জুভেন্টাস ম্যাচটা জমে উঠেছিল শুরু থেকেই। ২৪ মিনিটে নিজের প্রথম গোল করে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে দেন ফেলিক্স। পাঁচ মিনিটের ব্যবধানে তুরিনের বুড়িদের সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা (১-১)। পরে ৩৩ মিনিটে ফের অ্যাটলেটিকোকে এগিয়ে দেন ফেলিক্স। তবে ক্রিস্টিয়ানো রোনালদো এ ম্যাচে নিষ্প্রভ থাকায় যার শোধ দিতে পারেনি জুভরা। ফলে ফেলিক্স চমকেই জিতে গেল ডিয়েগো সিমিয়নের দল।

অন্যদিকে অ্যাটলেটিকোর চেয়ে বড় জয় পেয়েছে তাদেরই লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। একই রাতে মেসিকে ছাড়াই নাপোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। 

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে প্রথমবারের দেখায় ইতালিয়ান এই ক্লাবটিকে ১-২ গোলে হারিয়ে দিয়েছিল বার্সা। এবার সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি নাপোলি। ফলে ৬-১ এগ্রিগেটে বড় জয় পায় এরনেস্তো ভালভার্দের দল।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি