ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেকর্ড গড়তে গিয়ে কার রেসার জেসি কম্বসের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জেসি কম্বস। মার্কিন কার রেসার ও টেলিভিশন ব্যক্তিত্ব। সদা হাস্যোজ্জ্বল ও ইতিবাচক মানসিকতার মানুষ জেসি নতুন রেকর্ড গড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। দ্রুতগতির এই মার্কিন কার রেসার মঙ্গলবার দক্ষিণ-পূর্ব অরেগনে নিজের জেট চালিত গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ৩৯ বছর বয়সী জেসি কম্বসের এতেই মৃত্যু ঘটে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রেসিং ট্র্যাকে গতির রেকর্ড গড়তে গিয়ে তার মৃত্যু হয়েছে।

পরিবারের বিবৃতিতে বলা হয় তিনি অনেকের জন্য অনুপ্রেরণা ছিলেন। তিনি ছিলেন চার চাকার রেসের মধ্যে সবচেয়ে দ্রুতগামী নারী। নর্থ আমেরিকা ঈগল সুপারসনিক স্পিড চ্যালেঞ্জার টিমের সদস্য ছিলেন তিনি।

১৯৭৬ সালে নারী রেসার হিসেবে কিটি ওনীল রেকর্ড করেছিলেন ঘণ্টায় ৫১৩ মাইল পাড়ি দিয়ে। সেটিই এখন পর্যন্ত নারী রেসারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এই রেকর্ড ভাঙতে চেয়েছিলেন কম্বস।
এর আগে ২০১৩ সালে ঘণ্টায় ৩৯৮ মাইলের রেকর্ড স্পর্শ করেন কম্বস।

সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি