একই ইনিংসে ১২ জনের ব্যাটিং!
প্রকাশিত : ১৫:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১৯
একই ইনিংসে ১২ জনের ব্যাটিং দেখা গেল প্রথমবারের মতো। জ্যামাইকার কিংস্টনে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ঘটল এমন নজিরবিহীন ঘটনা। আর এতেই টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে লেখা হলো নতুন রেকর্ড।
গত ২ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে আইসিসির নতুন নিয়মের সুবিধা পেল উইন্ডিজ। আগের দিনের শেষ ওভারে জাসপ্রিত বুমরাহর বাউন্সার সামলাতে গিয়ে হেলমেটে আঘাত প্রাপ্ত হন ড্যারেন ব্রাভো। তাতে উড়ে গিয়েছিল তার স্টেম গার্ড (ঘাড়কে সুরক্ষাদানকারী অংশ)। আঘাত পাওয়ার পরও দুটি বল খেলেছিলেন তিনি।
আজ মঙ্গলবার সকালেও ফের ব্যাটিংয়ে নামেন বাঁহাতি ব্রাভো। মোকাবেলা করেন আরও দশটি ডেলিভারি। কিন্তু সেই বুমরাহকে কভারের ওপর দিয়ে একটি চার মারার পর অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করে তার ‘কনকাশন’ নিশ্চিত হয় ক্যারিবিয়রা। তাতে ব্রাভো আর ব্যাটিংয়ে নামতে পারেননি। তার ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাট হাতে উইকেটে যান জারমেইন ব্ল্যাকউড। ফলে একই ইনিংসে ১২ জনকে ব্যাটিং করানোর রেকর্ড গড়ে উইন্ডিজ।
একজন ব্যাটসম্যান বেশি খেলিয়েও ফায়দা তুলতে পারেনি হোল্ডার বাহিনী। কেননা ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া ব্ল্যাকউডের ব্যাট থেকে আসে ৭২ বলে ৩৮ রান। যা ভারতের ছুঁড়ে দেয়া ৪৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় তেমন প্রভাব ফেলতে পারেনি তারা। গুটিয়ে যায় ২১০ রানেই। ফলে ২৫৭ রানের বিশাল জয় নিয়ে সিরিজ বগলদাবা করে ভারত।
তবুও নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ২০১৭ সালের শেষ দিকে সর্বশেষ টেস্ট খেলা ব্ল্যাকউড। কারণ কিংস্টন টেস্টের স্কোয়াডেই ছিলেন না তিনি! তবে স্থানীয় (জ্যামাইকান) হওয়ায় অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ম্যাচে ফিল্ডিং করেছিলেন তিনি। আর ব্রাভোর চোটের কারণে সবদিক বিবেচনা করে তাকেই ‘কনকাশন সাব’ হিসেবে নামার অনুমতি দেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
যার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে নতুন এই নিয়ম চালু হওয়ার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বদলি নামার সুযোগ পান ব্ল্যাকউড। কয়েকদিন আগে প্রথম ক্রিকেটার হিসেবে বদলি নামার কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে।
অ্যাশেজের লর্ডস টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভ স্মিথ। যদিও তিনি প্রথম ইনিংসে পুরোপুরি ব্যাটিং করতে পেরেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামার মতো শারীরিক অবস্থা ছিল না স্মিথের। ফলে তার জায়গায় ব্যাটিং করেন লাবুশানে। তাই বদলি নামালেও অজিদের হয়ে সে ইনিংসে ১১ জনই ব্যাটিং করেছিল।
এনএস/