ইউএস ওপেনে নারী এককের সেমি আজ
প্রকাশিত : ০৯:০৮, ৬ সেপ্টেম্বর ২০১৯
আজ নারী এককের ফাইনালে যাওয়ার জন্য লড়বেন সেরেনা উইলিয়ামস, এলিনা সভিতোলিনা, বেলিন্ডা বেনচিচ ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু।
দিনের প্রথম ম্যাচে সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনালে এলিনা সভিতোলিনার মুখোমুখি হবেন। দিনের অন্য ম্যাচে সুইস খেলোয়াড় বেলিন্ডা বেনচিচ খেলবেন কানাডীয় টেনিস খেলোয়াড় বিয়াঙ্কা আন্দ্রেস্কুর বিপক্ষে।
দুই বছর আগে ২০১৭ সালে সেরেনা অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন। পেছনে ফেলেছিলেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা স্টেফি গ্রাফকে। সেই রেকর্ডটি নিজের করে নিতে যুক্তরাষ্ট্রের টেনিস তারকার প্রয়োজন আরো দুটি শিরোপা। গত ইউএস ওপেন আসরে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের খুব কাছে চলে গিয়েছিলেন তিনি।
তবে সেবারের ফাইনালে নাওমি ওসাকার কাছে হেরেছিলেন। এবার শিরোপাধারী নাওমি শেষ ষোল থেকেই বিদায় নিয়েছেন। শেষ দুই বছরে গ্র্যান্ড স্ল্যাম জেতা সিমোনা হ্যালেপ, অ্যাঞ্জেলিক কেরবার, অ্যাশলে বার্টি কিংবা কেরোলিন ওজনিয়াকিরাও বিদায় নিয়েছেন অনেক আগেই।
চলতি আসরে সেরেনার সামনে তাই মার্গারেটের পাশে এসে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ। যেটি করতে আরো দুটি ধাপ পেরোতে হবে তাকে। ইউক্রেনীয় প্রতিপক্ষ সভিতোলিনার বিপক্ষে যার প্রথমটি খেলবেন আজ।
এসএ/