ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মাঠে গড়াল শেষ দিনের খেলা, কিন্তু...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

রোদ-বৃষ্টির খেলাকে উপেক্ষা করে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমে বাংলাদেশ ও আফগানিস্তান। বৃষ্টির কারণে আগের দিন আধা ঘণ্টা আগেই খেলা শেষ হলে, আজ ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল পঞ্চম ও শেষ দিনের খেলা। কিন্তু সারারাত ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরে একটু বন্ধ হলেও সকালে ৮টার দিকে পুনরায় বৃষ্টি বাগড়ায় মাঠে গড়ায়নি বল। 

অবশেষে কয়েক দফা বৃষ্টির পর  চট্টগ্রামের আকাশ এখন অনেকটা মেঘমুক্ত হওয়ায় মাঠে নেমেছে দু’দল। আগের দিনের ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। ৩৯ রান নিয়ে এক প্রান্তে সাকিব অন্যপ্রান্তে শূন্য রান নিয়ে মাঠে নেমেছেন সৌম্য সরকার। 

দুপুর ১টায় শুরু হয়েছে খেলা। রানের খাতায় ৫ যোগ করেছে সাকিব আর সৌম্য করেছে ২।  কিন্তু ফের বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটের পর থেমেছিল বৃষ্টি। শুরু হয় মাঠ শুকানোর কাজ। প্রথমে সরানো হচ্ছিল কভারে জমে থাকা পানি। প্রায় ঘণ্টাখানেকের জমে থাকা পানি সরাতে বেশ সময় লাগাই স্বাভাবিক। প্রায় ৪০ মিনিট চেষ্টার পরেও তা শেষ করা যায়নি।

উল্টো দুপুর ১২টার দিকে লাঞ্চ ব্রেকের ঘোষণা আসতেই ফের শুরু হয় ঝুম বৃষ্টি। মাঠকর্মীরা কাজ বন্ধ করে বের হয়ে যান মাঠ থেকে। মিনিট দশেক পর বৃষ্টি থামলে কাজের গতি বেড়ে যায়। শুরু হয় কভার ওঠানোর কাজ। 

৩৯৮ রানের পাহাড় টপকাতে নেমে শুরুটা ভাল করলেও, দ্বিতীয় সেশন থেকে শুরু হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের সাঁজঘরে ফেরার প্রতিযোগিতা। দলীয় ৩১ রানে লিটন দাস বিদায় নিলে, একটু পরেই তার পথ ধরেন ওয়ানডাউনে খেলতে নামা মোসাদ্দেক হোসেন। এরপর মুশফিকুর রহিম কিছুটা আশার আলো দেখালেও, শেষমেষ তিনিও রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাঁজঘরে ফেরেন।

আফগান অধিনায়ক রশিদ খান চান, অন্ততপক্ষে একটি ঘণ্টা যেন খেলা হয়। এই এক ঘণ্টাতেই বাংলাদেশের বাকি ৪ উইকেট তুলে নিতে পারবে দল, এমন আত্মবিশ্বাস তার।

অপরদিকে, বাংলাদেশের সমর্থকরা খুব করেই চাইছেন বৃষ্টি যেন আবারও শুরু হয়। কেননা এই টেস্টে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দল। ড্র বা জিততে হলে অসাধ্য সাধন করতে হবে।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি