নারী নির্যাতন মামলা থেকে মুক্তি পেলেন যুবরাজ সিং
প্রকাশিত : ১২:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৯
নারী নির্যাতনের মামলায় অবশেষে স্ৱস্তিতে যুবরাজ সিং। বিগ বস-১০ এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা বছর চারেক আগে তার স্বামী জোরাভর সিং, ভাসুর যুবরাজ সিং, শাশুরি শবনম সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।
আকাঙ্খা অভিযোগ করেছিলেন, জোরাভর ও পরিবারের লোকজন তার ওপর মানসিক নির্যাতন করতেন। মামলা গড়ায় আদালত পর্যন্ত।
দীর্ঘ চার বছরের আইনি লড়াইয়ের পর আকাঙ্খা ও জোরাভরের বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। এর পরই যুবরাজ ও তার পরিবারের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন আকাঙ্খা।
এক বিবৃতিতে আকাঙ্খা বলেন, আমার বিবাহ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে। আমার জন্য যুবরাজ ও তার পরিবারের কারও সম্মানহানি হলে আমি ক্ষমাপ্রার্থী। আদালত আমার দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্মতি দিয়েছেন। সব জায়গায় নিজের অভিযোগ জানানো হয়তো আমার উচিত হয়নি। আদালতের বাইরে যুবির পরিবারের লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন আকাঙ্খা।
প্রসঙ্গত, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিস বস’-এর দশম মৌসুমের প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন আকাঙক্ষা৷ তখনই পারিবারিক হেনস্তার কথা জানিয়েছিলেন তিনি৷ বলেছিলেন, মা শবনম-এর সঙ্গে জোট বেঁধে তার ওপর অত্যাচার চালিয়েছেন ক্রিকেটার যুবরাজ সিং। সে সময়ও এ নিয়ে সরব হয়েছিলেন৷ যদিও পরে গোটা বিষয়টি চাপা পড়ে যায়৷ কিন্তু ২০১৭ সালে অক্টোবর মাসে যুবরাজ, শবনম সিং এবং জোরাবর সিংয়ের বিরুদ্ধে গুরুগ্রাম আদালতে পারিবারিক নির্যাতনের মামলা দায়ের করেন আকাঙ্খা শর্মা৷