ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হংকংয়ের কাছে হেরে গেল নারী হকি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৩ সেপ্টেম্বর ২০১৯

নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ অনুর্ধ্ব-২১ হকিতে হংকংয়ের সঙ্গে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের সেংক্যাং হকি স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে দারুণ শুরু করেছিল সফরকারীরা। প্রথম কোয়ার্টার দুটি দুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।

এরপর দ্বিতীয় কোয়ার্টারে বল নিয়ন্ত্রণে এগিয়ে যায় হংকং। ম্যাচের ২৭তম মিনিটে সো মেই কেই এর গোলে লিড নেয় দলটি। শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় শক্তিশালি উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি